শফিকুল ইসলাম,নাজিরপুর প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর পোষ্ট অফিসে দুই জন পিয়ন থাকা স্বত্তে¡ ও চিঠি বিলুর কাজ করানো হয় নৈশ প্রহরী জাহাঙ্গীরকে দিয়ে।গত বুধবার সন্ধ্যায় নৈশ প্রহরী (ই ডি) জাহাঙ্গীর হাওলাদার চৌঠাইমহল বাস স্টান্ডে চিঠি বিলু করতে এসে আক্ষেপ করে বলেন ,রাতে অফিস পাহাড়া দেই এবং দিনে চিঠি বিলুর কাজ করি,এমন কি পোষ্ট মাষ্টারের বাসার কাজ ও আমাকে করতে হয়। তা স্বত্তে¡ ও ঠিকমত আমার মাসিক বেতন পাইনা। পোষ্ট অফিসের পিয়ন মোশারেফ হোসেন বলেন, নাজিরপুরের অনেক স্থান আমি চিনি না তাই জাহাঙ্গীরকে দিয়ে চিঠি বিলু করাই। এ ব্যপারে পোষ্ট মাষ্টার বিভাষ চন্দ্র পাল বলেন,নৈশ প্রহরী (ই ডি) চিঠি বিলু করে এ বিষয় আমার কিছু জানা নেই।বাসার কাজ করানোর প্রশ্নই আসেনা কারন আমার বাসা পিরোজপুরে। তবে ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল ইনেস্ফেকসনে আসলে নৈশ প্রহরী জাহাঙ্গীরকে কর্মস্থলে না পাওয়ার কারনে তার নির্দ্দেশে জাহাঙ্গীরের বেতন বন্ধ করা হয়েছে।তবে নৈশ প্রহরী (ই ডি) জাহাঙ্গীরের বেতন পাওয়ার জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে।
Posted ৪:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।