শফিকুল ইসলাম।, নাজিরপুর প্রতিনিধিঃ | রবিবার, ০২ মে ২০২১ | পড়া হয়েছে 284 বার
পিরোজপুরের নাজিরপুরে আজ শনিবার দুপর ১২.০০ঘটিকায় স্থানীয় বুাইচাকাঠী টেম্পু স্টান্ড থেকে নাজিরপুর থানা পুলিশ দুই গাঁজা সেবনকারীকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত গাঁজা সেবনকারী রিপন সেখ(২০) উপজেলার পশ্চিম বানিয়ারী গ্রামের শুক্কুর আলী সেখের পুত্র এবং শরীফ সেখ(১৮) উমাঝুরি গ্রামের আলী আকবর সেখের পুত্র। থানা সুত্রে জানা যায়, স্থানীয় জনতা গাঁজা সেবী রিপন ও শরীফকে গাঁজা সেবন করা কালীন সময় হাতে নাতে ধরে থানায় খবর দিলে নাজিরপুর থানার এস আই নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে গাঁজা সেবনকারী দ্বয়কে এক পুড়িয়া গাঁজা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুর রহমান মোবাইল র্কোট বসিয়ে গাঁজা সেবনকারীদ্বয়কে ১৫ দিনের সাজা প্রদান করেন। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স। এ থানার মাদক দমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২:১৭ অপরাহ্ণ | রবিবার, ০২ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel