শফিকুল ইসলাম নাজিরপুর (পিরোজপুর)প্রতিনিধিঃ | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
পিরোজপুরের নাজিপুরে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা ।আবহাওয়া তুলনা মূলক অনুকূলে থাকায় এবং অধীক পরিমানে লাভের আশায় দিন রাত পরিশ্রম করছে তারা। নাজিরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় , এ বছর প্রায় ১০ হাজার হেক্টর জমিতে তরমুজের চাষাবাদ হচ্ছে । সরে জমিন ঘুরে দেখা যায় উপজেলার সেখ মাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের তরমুজ চাষিরা জমি চাষ , মাটি কাটা, বেড তৈরি ও বিজ বপনে ব্যস্ত সময় পার করছেন তারা। স্থানিয় তরমুজ চাষি সোহেল সিকদার জানন, এ বছর তিনি দুই বিঘা জমিতে তরমুজ চাষ করছে, প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। আবহাওয়া অনুকূলে থাকলে বিগত বছরের চেয়েও বেশি লাভ হবে বলে তিনি মনে করেন । আব্দুল মান্নান সিকদার নামে আর একজন কৃষক জানান, এ বছর তিন একর জমিতে তরমুজ রোপন করেছন। প্রতি বিঘা জমিতে সার ওষুধ সহ ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। আবহাওয়া ভালো থাকলে এবং ভালো ফলন ও নেজ্য মূল্য পেলে আশানুরুপ লাভবান হবেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জানান , তরমুজ চাষ একটি লাভ জনক ফসল ,আমরা চাষিদের কে রোগ বালাই ও পোকামাকড় দমনে বিভিন্ন পরামর্শ দেই । এবং বাজার যাত করনে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে আমরা চাষিদের পাশে দাঁড়াই।
Posted ৪:৪১ অপরাহ্ণ | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।