• শিরোনাম

    নাজিরপুরে টানটান উত্তেজনার মধ্যে মাটিভাংগা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    অনুপ কুমার সিকদার, নাজিরপুর প্রতিনিধি: | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 296 বার

    apps

    পিরোজপুর জেলার নাজিরপুরে বিবাদমান আওয়ামীলীগের দু-গ্রুপের টানটান উত্তেজনার মধ্যে গতকাল সকালে স্থানীয় মাটিভাংগা বাজার মাঠ প্রাঙ্গনে মাটিভাংগা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এসএম বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক ও পিরোজপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ মুজিবর রহমান খালেক, আরো বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জনহালদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোসারেফ

    হোসেনখান, পিরোজপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দীপ্তেন মজুমদার(বাপ্পী)প্রমুখ। সম্মেলনে কাউন্সিলরদের সর্মথনে পুনরায় এসএম বেলায়েত হোসেনবুলুকে সভাপতি এবং দীপ্তেন মজুমদার (বাপ্পী) কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। উল্লেখ্য গত ২২ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় উপজেলার প্রত্যেক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারন হওয়ার পর থেকেই নাজিরপুর

    আওয়ামীলীগের রাজনীতিতে টানটান উত্তেজনা ছড়িয়ে পরে। তবে গতকাল অনুষ্ঠিত সম্মেলনে বিবাদমান অন্য গ্রুপের কাউকে উপস্থিত দেখা যায় নি।এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোসারেফ হোসেন খান জানান, শাখাঁরীকাঠী ইউনিয়ন সম্মেলনে ওই গ্রুপটি অর্তকিত হামলা করার সুযোগ পেয়েছিল কিন্তু মাটিভাংগার সম্মেলনে প্রশাসন খুবই কঠোর অবস্থানে ছিল বিধায় গ্রুপটি এখানে উপস্থিত হয়নি। তবে সকালে সম্মেলন মাঠে ঘুরতে দেখা গেছে।

    বাংলাদেশ সময়: ৩:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ