শফিকুলইসলাম,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 750 বার
নাজির পুরে গতকাল মঙ্গলবার রাতে চার জুয়ারীকে গ্রেফতার
নাজির পুরে গতকাল মঙ্গলবার রাতে চার জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নাজিরপুর থানায় জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা হয়েছে।গ্রেফতারকৃতরা হল উমা ঝুরি গ্রামের সোহরাব মৃধার পুত্র আবু বক্কর সিদ্দিক (৩৫),কুমার খালি গ্রামের শাহআলম মোল্লার পুত্র লায়েক মোল্ল (৩৫),রনি মোল্লা(২০),গোদারা গ্রামের তৈয়ব আলীর পুত্র মিজান সেখ (২২)।নাজিরপুর থানায় পুলিশের এস.আই হালিমের নেতৃত্তে¡ সংগীয় র্ফোসসহ গোপন সংবাদের ভিত্তিতে কুমার খালি গ্রামের লায়েক মোল্লারচায়ের দোকানের ভিতর জুয়া খেলা অব¯’ায় রাত ৩.০০ঘটিকার সময় নগদ ৯৭০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম তাস সহ জুয়ারীদের গ্রেফতার করা হয়। নাম প্রকাশে অনি”ছুক একাধিক এলাকাবাসী জানায় র্দীঘদিনধরে এ চক্রটি জুয়া খেলে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের মাধ্যমে এলাকার যুবসমাজকে ধ্বংস করে আসছে। এব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশ্রাফুজ্জামান জানান,গ্রেফতারকৃতদের জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরনকরা হয়েছে এবং জুয়ারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ৬:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel