শফিকুল ইসলাম,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ | বুধবার, ১০ মার্চ ২০২১ | প্রিন্ট
নাজিরপুর থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলা সদরের উত্তর সাতকাছিমা গ্রামের মৃধা বাড়ির জামে মসজিদের সামনে থেকে তাইনুল ইসলাম(৩০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত তাইনুল উত্তর সাতকাছিমা গ্রামের শহিদুল ইসলাম মৃধার পুত্র।নাজিরপুর থানা পুলিশের এস আই ইয়াসির আরাফাত ও এস আই আবুল কালাম এর নেতৃত্বে সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে।অপর এক অভিযানে মাটিভাঙ্গা পুলিশ ফাড়ির পুলিশ বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে কামাল সেখ (৪০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কামাল পশ্চিম বানিয়ারী গ্রামের সোনামদ্দি সেখের পুত্র।পুলিশ ফাড়ির এ এস আই সাখাওয়াত এর নেতৃত্বে সংগীয় র্ফোস সহ কামালের নিজ বাড়ির সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয় করার সময় হাতেনাতে ৭ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।এ ব্যপারে নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশরাফুজ্জামান জানান, থানায় তাইনুল ও কামালের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) স্বারনীর ১৯(ক)/৪১ ধারায় পৃথক পৃথক দুটি মামলা রজ্জু করে তাইনুল ও কামালকে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১১:০০ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।