শফিকুল ইসলাম, নাজিরপুর,পিরোজপুর। | শনিবার, ২৬ জুন ২০২১ | পড়া হয়েছে 178 বার
পিরোজপুরের নাজিরপুরে মহমারী করোনার প্রকোপ মারাত্মক আকার ধারন করেছে। গত ৮ ঘন্টায় এই উপজেলায় ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাহা এই উপজেলায় এখন পর্যন্ত সর্ব্বোচ। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম টি(ল্যাব) মেরী বেপারী জানান,গত ৮ ঘন্টায় ২৫ জনকে করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬০ ভাগ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারী জানান, উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা ও ৪ জন ষ্টাফ নার্স সহ এ উপজেলায় মোট ১৫ জন করোনা পজেটিভ ধরা পড়েছে। একজন নার্স হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে। বাকীরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।
বাংলাদেশ সময়: ১১:২১ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel