বিশেষ প্রতিনিধি: | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 71 বার
পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার (০৯ জানুয়ারী) রাতে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচীব মো. অহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষনা করা হয়েছে।
নতুন কমিটিতে এ্যাড. মোঃ মিজানুর রহমান দুলালকে আহবায়ক ও মোঃ আবু হাসান খানকে সদস্য সচিব ঘোষনা করা হয়েছে। ঘোষিত ওই কমিটিতে সদ্য সাবেক সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম লিটন কে সিনিয়র যুগ্ম আহবায়ক সহ ৮ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া সদ্য সাবেক সভাপতি নজরুল ইসলাম খান কে ১নং সদস্য সহ ৫ জনকে সদস্য করে মোট ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আগামী চার দিনের মধ্যে সর্বমোট ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক পুনাঙ্গ কামিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে উপজেলা সম্মেলনের তারিখ নির্ধারন করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel