
শফিকুল ইসলাম, নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধিঃ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড পিরোজপুর জেলা শাখার অধীনে এর উপ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার ২০ সেপ্টেম্বর সকালে শ্রীরামকাঠি বন্দরের স্কুল সড়কে মোঃ সহিদুল ইসলাম এর ভবনে কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর খুলনা জোনাল অফিসের এসভিপি ও জোনাল হেড মজিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পিরোজপুর জেলার এসপিও এবং শাখা ব্যাবস্থাপক সাব্বির আহমেদ।উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে প্রিন্সিপাল অফিসার আব্দুল দাইয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীরামকাঠী উপ-শাখার ইনচার্জ তরিকুল ইসলাম সুমন, আওয়ামীলীগের সাবেক সভাপতি হায়দার আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা,প্রেস ক্লাবের সভাপতি ছিদ্দিকুর রহমান তুহীন, বিশিষ্ঠ ব্যবসায়ী আঃ ছালাম, এ সময় পরামর্শমূলক বক্তব্য রাখেন, মোঃ মোসলেম উদ্দিন কাজী, ইউপি সদস্য ছরোয়ার হোসেন,এসময় আরও উপস্থিত ছিলেন নাজিরপুর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার, শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারি,ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিঠু সহ শ্রীরামকাঠী বন্দরের ব্যাবসায়ি বৃন্দ।
উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উত্তরোউত্তর সফলতা কামনা করেন এবং ব্যাবসায়ীদেরকে ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যাক্ত করে নাজিরপুর বাসিকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর মাধ্যমে লেন-দেন করার আহবান জানান।
ফিতা কেটে শাখাটি উদ্বোধন করেন আল আরাফা ইসলামী ব্যাংকের খুলনা জোনাল হেড এস ভিপি জনাব মজিবুর রহমান।
Posted ১০:০২ অপরাহ্ণ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।