মহসিন সোহাগ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট
নাইক্ষ্যংছড়ি’র ঘুমধুম সীমান্ত থেকে ২ কেজি আইস/ ক্রিস্টাল মেথসহ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (১৬ আগষ্ট) রাত আনুমানিক একটার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউপির রেজুপাড়া বিওপির একটি চৌকস অভিযানিক টহলদল সীমান্ত হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফুটেরঝিরি নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।
পরবর্তীতে কতিপয় মাদক চোরাকারবারীরা সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে আসার প্রাক্কালে বিজিবি টহলদল কর্তৃক তাদের চ্যালেঞ্জ করা হলে মাদক চোরাকারবারীরা সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। ঘটাস্থল থেকে বিজিবি টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা এবং ০২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করতে সক্ষম হয়েছে।
বিজিবি সুত্রে জানাযায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে বলে সুত্র নিশ্চিত করেছেন।
Posted ১১:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।