শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নলকা সেতু ও রাস্তা মেরামতে সিরাজগঞ্জের ১৫কিমি মহাসড়কজুড়ে যানজট

টি এম এ হাসান সিরাজগঞ্জ প্রতিনিধি:   |   সোমবার, ০১ নভেম্বর ২০২১   |   প্রিন্ট

নলকা সেতু ও রাস্তা মেরামতে সিরাজগঞ্জের ১৫কিমি মহাসড়কজুড়ে যানজট


সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ঝুকিপূর্ণ নলকা সেতুর ওপরে এবং আশেপাশের রাস্তায় মেরামত কাজ চলায় মহাসড়কের দুপাশের অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে দূরপাল্লার অনেক বাস সিরাজগঞ্জ শহরের ভিতর দিয়ে ঢুকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করছে। তবে বিকেল নাগাদ মহাসড়ক স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন পুলিশের ট্রাফিক বিভাগ।। সোমবার (১ নভেম্বর) সকালে নলকা সেতুর ওপরে মেরামত কাজ শুরু করলে এই সেতুকে কেন্দ্র করে উভয় পাশে থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়। দুপুর থেকে এর তীব্রতা বাড়ছে। যা ধীরে ধীরে নলকা সেতুর পূর্ব পাশে ঝাঐল ওভার ব্রিজ ও সেতুর পশ্চিম দিকে প্রায় হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) মো. রফিকুল ইসলাম দুপুর সাড়ে ৩টার দিকে বলেন, নলকা সেতুর ওপর সংস্কার কাজ মাত্রই শেষ হয়েছে কিন্তু আশেপাশের মহাসড়কে কিছু ভাঙ্গা রাস্তার কাজ চলমান রয়েছে। যা শেষ হতে আরও ঘন্টাখানিক লাগবে। এছাড়া এর আগে একটি লেন বন্ধ করে আরেক লেন দিয়ে গাড়ি ছাড়তে হয়েছে যার ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঘন্টা খানিক পরেই এটা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৬:১২ অপরাহ্ণ | সোমবার, ০১ নভেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com