
বিশেষ প্রতিনিধি | সোমবার, ১৬ জুন ২০২৫ | প্রিন্ট
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দীয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
সম্প্রতি মনোহরদী উপজেলার কাহেঁতের গাঁও বাজারে জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতা সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়কালে বলেন, আমি কখনও মিথ্যা আশ্বাস দিয়ে রাজনীতি করিনি। আমি যা বলি, তা করি। জনগণ আমার শক্তির উৎস, আর জিয়া পরিবারের আদর্শ আমার পথচলার অনুপ্রেরণা।
জুয়েলের গণসংযোগে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে, তৃণমূলেও তাঁর ব্যাপক জনভিত্তি গড়ে উঠেছে। বিশেষ করে দলীয় দুঃসময়ে কেন্দ্রীয় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা আজও দলীয় নেতাকর্মীদের কাছে উদাহরণ হয়ে আছে।
তিনি আরও জানান, ৫ আগস্টের মতো সময় যদি সফলভাবে অতিক্রম করতে না পারতাম, তাহলে হয়তো আজ আমি গুম, খুন কিংবা জেলের মধ্যে থাকতাম। বাংলাদেশের শীর্ষ কেন্দ্রীয় নেতাদের মধ্যে আমার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা ছিল অন্যতম।
স্থানীয় নেতৃবৃন্দ ও উপস্থিত জনগণের মতে, তাঁর নেতৃত্ব, সাহসিকতা এবং ত্যাগ-তিতিক্ষাই প্রমাণ করে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং আগামী দিনের সম্ভাব্য প্রতিনিধি—যিনি ‘ধানের শীষ’-এর আদর্শকে শক্ত হাতে ধরে এগিয়ে নিয়ে যেতে পারেন।
জুয়েল ভক্তদের মতে, তার নেতৃত্বের অন্যতম গুণ হচ্ছে সহকর্মীদের পাশে থাকা। এ প্রসঙ্গেৎ মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, মনোহরদী উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, মনোহরদী উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, পরিচ্ছন্ন রাজনীতিবীদ জনাব নাদিম মাহমুদ বায়েজীদকে ধন্যবাদ জানিয়ে জুয়েল বলেন, তিনি আমাকে মানসিকভাবে শক্ত রাখার পাশাপাশি সর্বোচ্চ সহযোগিতা করেছেন। লিডারশিপ এমনই হওয়া উচিত। তিনি আরো বলেন আমি জনগনের সেবক হতে চাই শোষক না ।
নরসিংদী-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অনেকেই মনে করছেন, আগামী নির্বাচনে ধানের শীষের রাহবার হয়ে এই আসনে জয়ের পথে এগিয়ে যেতে পারেন তিনি।
Posted ৭:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।