
| রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী হানাদারমুক্ত দিবস উপলক্ষে গতকাল রোববার জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্বে ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ জনসাধারণ।
র্যালি শেষে জেলা প্রশাসকের সভাপতিত্বে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী জেলা সেক্টর কমান্ডার প্রধান আব্দুল মোতালিব পাঠান, অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা এবং নরসিংদীর ৬ উপজেলার থানা কমান্ডার।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী বলেন, আমরা সবাই সৌভাগ্যবান যে, বঙ্গবন্ধুর মত একজন মহান নেতাকে পেয়েছি। যার ডাকে আমরা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। অথচ তাকে হারাতে হয়েছে ৫০ বছর বয়সেই। যে যেই দলেই থাকুকনা কেন বঙ্গবন্ধুর প্রতি কোনো দ্বিমত থাকবে না। তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আমাদের সবাইকে। আমাদের মুক্তিযুদ্ধে নরসিংদী জেলার বিশেষ অবদান রয়েছে। নরসিংদীকে ভিত্তি করেই রাজধানীর ঢাকাকে মুক্ত তথা দেশকে শত্রুমুক্ত করা হয়।
Posted ১০:১৩ অপরাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।