_ স্টাফ রিপোর্টার | রবিবার, ২৩ মে ২০২১ | প্রিন্ট
নরসিংদী মডেল থানাধীন করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রাম হতে ২০০ (দুইশত) টেটা উদ্ধার ও ভবিষ্যতে শান্তি শৃঙ্খলা রক্ষার অঙ্গীকার এলাকাবাসীর। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন যাবৎ গোষ্ঠিগত দ্বন্দ্ব ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলে আসা বিরোধের কারণে নরসিংদী মডেল থানাধীন করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে বিবাদমান পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেটা-বল্লম নিয়ে ইতিপূর্বে সংঘাতে লিপ্ত হয়েছে। কিছুদিন শান্ত থাকার পর পুনরায় বিবাদমান পক্ষের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবার দেশীয় অস্ত্র-টেটা বল্লম সংগ্রহ করে মারামারি করার জন্য প্রস্তুতি নিলে বিষয়টি জানতে পেরে স্থানীয় চেয়ারম্যানসহ বিবাদমান উভয় পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করার পর উভয় পক্ষ এই মর্মে অঙ্গীকার করে যে, তারা ভবিষ্যতে আর কোন মারামারি, ঝগড়া বিবাদ ও দলাদলীতে লিপ্ত হবে না এবং তাদের নিকট থাকা টেটা-বল্লম পুলিশের কাছে জমা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তারই পরিপ্রেক্ষিতে আজ ২৩ মে রবিবার বেলা ১২.৩০ ঘটিকায় উপস্থিত নরসিংদী জেলা পুলিশের পক্ষহতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জনাব শাহেদ আহমেদ, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার দত্ত চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আতাউর রহমান ও স্থানীয় চেয়ারম্যান জনাব মোমিনুর রহমান আপেল এর উপস্থিতিতে বগারগোত গ্রামে স্কুল মাঠে ২০০ (দুইশত) টেটা ও বল্লম জমা প্রদান করে এবং ভবিষ্যতে কোন দ্বন্দ্বে জড়াবে না এই প্রতিশ্রুতি করেন।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৩ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।