স্টাফ রিপোর্টার | সোমবার, ১৪ জুন ২০২১ | প্রিন্ট
১৪ই জুন ২০২১ইং নরসিংদী র্যাব-১১ এর অভিযানে ভূয়া সিআইডি অফিসার ও ভূয়া সেনা সদস্য পরিচয় দানকারী একজনকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ১০ ঘটিকায় নরসিংদী র্যাব ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার ০২ ঘটিকায় র্যাব-১১ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আলগী বাজারের নরসিংদী টু সিলেট মহাসড়কের ইসলামী ব্যাংকের সামনে হতে ভূয়া সিআইডি অফিসার ও সেনা সদস্য পরিচয় দানকারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মিজানুর রহমান(৩৯) পিতা- কফিল উদ্দিন, অলিপুরা,পীরপুর,রায়পুরা, নরসিংদী।
এই সময় আসামীর সাথে থাকা ২ টি মোবাইল, সেনাবাহিনীর মনোগ্রাম যুক্ত মানিব্যাগ ও কিছু টাকা উদ্দ্বার করা হয়। র্যাব-১১ আরও জানাই, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘ দিন যাবৎ ভূয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ হতে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রতরনা করে আসছে। এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান ও সঙ্গীয় ফোর্স। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৪:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।