
স্টাফ রিপোর্টার নরসিংদী | শনিবার, ০৭ আগস্ট ২০২১ | প্রিন্ট
র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ১১ ঘটিকায় নরসিংদী র্যাব ক্যাম্পের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, মাদক ব্যবসায়ী নরসিংদী জেলার শিবপুর থানাধীন আইয়ূবপুর ইউনিয়নের সাসপুর এলাকার রবিউলের বাড়ির সামনে হতে মাদক ব্যবসায়ী একই ইউনিয়নের খোলাপাড়া গ্রামের মৃত মোঃ ছাদেক ভূইয়ার ছেলে মোঃ এবাদুল্লাহ(৩৫) কে ৯৫ পিস ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ ৪৮০০ টাকা ও একটি মোবাইলসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানাযায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদারী মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে।ইয়াবা ও গাঁজা কারবারি হিসেবে এলাকায় অনেক জনশ্রুতি আছে তার।এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান ও সঙ্গীয় ফোর্স। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে এবং শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১২:২০ অপরাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।