মোঃ ইয়াছিন মিয়া স্টাফ রিপোর্টার | বুধবার, ০২ জুন ২০২১ | প্রিন্ট
নরসিংদী র্যাব-১১ এর অভিযানে কিশোরগঞ্জ জেলা হতে নগদ টাকা, মোবাইলসহ ১২ জুয়ারিকে গ্রেফতার করেন গতকাল মঙ্গলবার রাত ১১.৫০ ঘটিকায়। বুধবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানান, গতকাল রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ খিলপাড়া হতে এই ১২ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়।এই সময় তাদের কাছ হতে জুয়া খেলার নগদ ১,৮৯,৭৯০ টাকা ও ১২টি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হল ১।জাহাঙ্গীর(৫৬) জেলা-গাজীপুর ২।মহাদেব(৩০) জেলা- কিশোরগঞ্জ ৩।আব্দুর রাজ্জাক(৬২) জেলা- কিশোরগঞ্জ ৪।সোহেল(৩২) জেলা- গাজীপুর ৫।বেদন কিশোর কন্ড(৩৫) জেলা- কিশোরগঞ্জ ৬।বোরহান উদ্দিন (৪০) জেলা- ময়মনসিংহ ৭।আরফান(৪০)জেলা- কিশোরগঞ্জ ৮।আলমগীর(৩২) জেলা- কিশোরগঞ্জ ৯।আব্দুল হাই(৬২) জেলা- ময়মনসিংহ ১০।জুটন চন্দ্র সরকার(৩৯) জেলা- কিশোরগঞ্জ ১১।মমতাজ আলী মাসুদ (৪০) জেলা- শেরপুর ও ১২।হানিফ(২৭) জেলা- কিশোরগঞ্জ। গ্রেফতারকৃত আসামীরা One-Teen জুয়ার বোর্ডের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে নগদ টাকায় জুয়ার আসর বসাত।উক্ত জুয়া খেলায় দেশের বিভিন্ন জেলা হতে জুয়ারি এসে উক্ত One-Teen বোর্ডের লক্ষ লক্ষ টাকার জুয়া খেলত। এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র্যাব ক্যাম্পের কম্পানী কমান্ডার ফ্লাইট ল্যাফটেন্যাট মোঃ তৌহিদুল মবিন খান ও সঙ্গীয় ফোর্স। আসামীদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৮:১৮ অপরাহ্ণ | বুধবার, ০২ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।