স্টাফ রিপোর্টার | বুধবার, ২৬ মে ২০২১ | পড়া হয়েছে 202 বার
আজ নরসিংদী র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৬০ লিটার চুলাই মদসহ জেলার শীর্ষ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ৮ ঘটিকায় নরসিংদী র্যাব ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে মদসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন। বুধবার সকাল ১২ টাই পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায় মাদক ব্যবসায়ী চারজন নরসিংদী জেলার সদর থানাধীন নরসিংদী পৌরসভার বাজ্জির মোড় মাছ বাজারের কৃপা ট্রেডার্স এর সামনে হতে ০৪ জন মাদক ব্যবসায়ীকে ৬০লিটার চুলায় মদসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হল ১।হুমায়ুন কবির (৫০),২।সাকিব(২০),৩।গোবিন্দ দাশ(২২),৪।তপন দাশ(৪২)।এই সময় তাদের কাছ মদ বিক্রির নগদ ৬,৮৭০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা পেশাদারী মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে তারা এই মাদক ব্যবসা চালিয়ে আসছে।এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র্যাব ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহ জালাল ও সঙ্গীয় ফোর্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৪:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel