
খন্দকার আমির হোসেন | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ | প্রিন্ট
মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের লক্ষ্যে নরসিংদী মডেল থানায় ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থানার প্রাঙ্গণে বিভিন্ন জনপ্রতিনিধি ও শ্রেণিপেশার মানুষকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এ সময় বক্তারা মাদক, ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাংসহ নানা সমস্যা তুলে ধরে প্রতিকার চেয়ে বক্তব্য দেন। পুলিশ সুপার এসব সমস্যা শুনে সমাধানের জন্য সংশিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
ওসি তানভীর আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বক্তব্যে বলেন, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং সঠিক সেবা নিন। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডে রুখে দাঁড়ানো।
এ সময় অনুষ্ঠানে নরসিংদী জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে পুলিশ সুপারকে বিভিন্ন এলাকার সমস্যার বিষয়ে অবগত করেন। পুলিশ সুপার সকলের বক্তব্য শুনে সমস্যাগুলো নোট করেন এবং সমাধানের আশ্বাস দেন।
Posted ৮:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।