| শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ব্লাড ডোনার ফাউন্ডেশন এর প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান নরসিংদী সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে অনাড়ম্বর ভাবে কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ও নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. মো. মোজাম্মেল হক (কমল), নরসিংদী জেলা সদর হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ আমিরুল হক শামীম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. সাজেদুল হক, নরসিংদী জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মোস্তফা কামাল খান। সভাপতিত্ব করেন নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম সম্মাননা উপহার ও সনদপত্র তুলে দেন নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশন এর উপদেষ্টা শান্ত বণিক, প্রাণতোষ দত্ত, মো. শফিকুল ইসলাম ও ৮১ বার রক্তদাতা হাসান আল মামুন, ৬০ বার রক্তদাতা ফাহিম সাদেক সৌরভ, ৫৩ বার রক্তদাতা তারেক আজিজ ও সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক শেখ লুৎফার হাতে। মোট ৮৫ জন স্বেচ্ছাসেবী রক্তদাতাকে সম্মাননা দেয়া হয়।
এ সময় নরসিংদীর স্বেচ্ছাসেবী ৭টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদেরও সম্মাননা প্রদান করা হয়।
Posted ৩:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।