
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ০৭ জুন ২০২৫ | প্রিন্ট
আজ শনিবার (৭ জুন) সকাল ৮টায় নরসিংদী পুলিশ লাইন্স মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। জামাতে অংশগ্রহণ করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। তাঁর সঙ্গে ঈদের নামাজে অংশ নেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ও স্থানীয় মুসল্লিরা।
ঈদের নামাজ শেষে পুলিশ সুপার মো. আব্দুল হান্নান দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করতেই আমরা নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে দায়িত্ব পালন করছি। এটা আমাদের পেশাগত ও নৈতিক দায়িত্ব।
ঈদুল আযহা উপলক্ষে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Posted ৬:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৭ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।