
নবকণ্ঠ ডেস্ক | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদী জেলা বিএনপির বর্ষীয়ান নেতা সুলতান মোল্লা আর বেঁচে নেই।
দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে চির বিদায় নিলেন নরসিংদী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বর্ষীয়ান নেতা আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জানুয়ারি শনিবার দুপুর দেড়টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আগামীকাল রবিবার সকাল ১১টায় রাঙ্গামাটি ঈদগাহ মাঠে ১ম ও বাদ আছর সবুজ পাহাড় কলেজ মাঠে তাঁর দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দৈনিক বাংলার নবকণ্ঠ পরিবারের পক্ষ থেকে মরহুম আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য, তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর পিতা।
Posted ৪:০৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।