
| সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | প্রিন্ট
বেলাব সংবাদদাতা: নরসিংদী জেলা পরিষদের অর্থায়নে পরিষদের সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. মো: শহিদুল্লাহ্ (শহিদ) এর বরাদ্দ থেকে ১ লাখ টাকার অনুদান পেয়েছে সুটরিয়া ফজলুল হক খান দাখিল মাদ্রাসা।
তিনি রবিবার মাদ্রাসার টিন শেড বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন। তিনি বাংলাদেশ সরকাররে করোনা কালীন সময়ের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, দেশের ভৌত অব-কাঠামোর উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের বরাদ্দ থেকে মাদ্রাসার উন্নয়নের জন্য এ অনুদান দেওয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম খান বীরু।অত্র মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ ছিদ্দিকুর রহমান, সেচ্ছাসেবক লীগের পাটুলী ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর
ও বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাব্বির আহাম্মেদ কমল, অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক বৃন্দ সহ এলাকার রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ৩:২০ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।