বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা সেবায় সাফল্য: সেবা নিচ্ছে ৭৫.২২% দম্পতি

শান্ত বণিক ও খন্দকার আমির হোসেন   |   সোমবার, ১৯ মে ২০২৫   |   প্রিন্ট

নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা সেবায় সাফল্য: সেবা নিচ্ছে ৭৫.২২% দম্পতি

পরিবার পরিকল্পনা কার্যক্রমে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদী জেলা। আধুনিক স্বাস্থ্যসেবা, শক্তিশালী অবকাঠামো এবং সচেতন জনগণের অংশগ্রহণে জেলার ৭৫.২২ শতাংশ সক্ষম দম্পতি বর্তমানে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি গ্রহণ করছে। সমন্বিত উদ্যোগ এবং মাঠ পর্যায়ে এ বিভাগের কর্মীদের নিরলস প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, এপ্রিল ২০২৫ পর্যন্ত নরসিংদীতে মোট সক্ষম দম্পতির সংখ্যা ৪,৪২,৩৭৬ জন। এর মধ্যে ৩,৩২,৭৪৭ জনই বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি যেমন—স্থায়ী পদ্ধতি, আইইউডি, ইমপ্ল্যান্ট, ইনজেকশন, কনডম ও খাবার বড়ি গ্রহণ করেছেন। এসব সেবা প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।

জেলার উপপরিচালক শেখ শাহীদুজ্জামান বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে আমরা মাঠপর্যায়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছি। পরিবার পরিকল্পনা, গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবাসহ শিশু স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সেবা কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এই সেবা কার্যক্রম জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেলার মৌলিক পরিসংখ্যান:

উপজেলা—৬টি, ইউনিয়ন—৭৩টি, মৌজা—৬৩৪টি, গ্রাম—১১৫১টি, ইউনিট—৩৭৮টি। জেলার মোট জনসংখ্যা প্রায় ২৫.৮৪ লাখ।

পরিকাঠামোগত উন্নয়ন:

এ বিভাগের আওতাধীন জেলায় বর্তমানে একটি ২০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র (জেলা সদরে) চালু রয়েছে। এছাড়া আরও ২টি (একটি রায়পুরায় ও একটি শিবপুরে) হস্তান্তরিত এবং ১টি (পলাশ উপজেলার জিনারদীতে) নির্মাণাধীন রয়েছে।
৫৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে রয়েছে ৬টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও ২১টি কৈশোর বান্ধব কর্ণার। প্রতি মাসে প্রায় ২০৬টি স্যাটেলাইট ক্লিনিক গ্রামের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে।

জনবল কাঠামো ও চ্যালেঞ্জ:

পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অনুমোদিত জনবল থাকলেও অনেক পদ এখনও শূন্য রয়েছে।
৬টি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদের মধ্যে বর্তমানে ৪টিতে কর্মকর্তা কর্মরত এবং ২টি পদ শূন্য।
মেডিকেল অফিসারের ৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, ফার্মাসিস্ট, ওয়ার্ডবয় ও আয়া পদে জনবল সংকট রয়েছে।

নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এ অর্জন জাতীয় পর্যায়ে রোল মডেল হিসেবে বিবেচিত হতে পারে। আধুনিক সেবা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ এই সফলতার মূল ভিত্তি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ২:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1131 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins