এম. ওবায়েদুল কবীর, স্টাফ রিপোর্টার: সোমবার নরসিংদী জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অন্তর্ভুক্ত আড়িয়াল খাঁ নদী, হাড়িধোয়া নদী, ব্রহ্মপুত্র নদ, পাহাড়িয়া নদী, মেঘনা শাখা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র শাখা নদ পুনঃখনন প্রকল্পের প্রকল্প পরিচালক লেঃ কর্নেল কিসমৎ হায়াৎ।
সভায় নরসিংদী জেলায় চলমান বিভিন্ন নদী পুনঃখনন কার্যক্রম ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম ও নদীদূষণ রোধে গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি তাঁর বক্তব্যে পুনঃখননের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণের বিভিন্ন পর্যায়ে উদ্ভুত সমস্যা সমূহ সকল অংশীজনের সুসমন্বয়ের মাধ্যমে সমাধানপূর্বক চলমান পুনঃখনন প্রকল্প দ্রুতগতিতে ও সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।