
অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | পড়া হয়েছে 96 বার
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
আজ ২৭ জুলাই নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান পূর্বনির্ধারিত ও নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম ইবনুল হাসান ইভেন, জেল সুপার মোহাম্মদ শফিউল আলম, জেলার মোহাম্মদ আতিকুর রহমান, বেসরকারি কারা পরিদর্শক মো. নিজাম উদ্দিন ভূইয়া এবং প্যারালিগ্যাল টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কারাগারের বিভিন্ন অংশের ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন এবং কারাবান্দীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১০:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel