• শিরোনাম

    নরসিংদী জেলার পুলিশ সদস্যদেরকে কোভিড-১৯ ইনসিগনিয়া পরিয়ে দেন পুলিশ সুপার

    খন্দকার আমির হোসেন : | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ | পড়া হয়েছে 100 বার

    নরসিংদী জেলার পুলিশ সদস্যদেরকে কোভিড-১৯ ইনসিগনিয়া পরিয়ে দেন পুলিশ সুপার

    apps

    ২৩ মার্চ ২০২২ তারিখ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকারী জেলা পুলিশ, নরসিংদীর পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ সরকার অনুমোদিত করোনা ইনসিগনিয়া পরিয়ে দেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। করোনাকালে চিকিৎসকদের পাশাপাশি যারা ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছেন তাদের মধ্যে পুলিশ ছিল অন্যতম। করোনা মোকাবেলায় দেশ ও জনগণের কল্যাণে যা যা করা প্রয়োজন সব করেছে পুলিশ। করোনাকালে পুলিশ এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশে করোনা মোকাবেলায় লকডাউন, কোয়ারেন্টাইন বাস্তবায়ন, অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছানো, তাদের বাড়িতে খাবার পৌঁছে দেয়া, করোনায় কেউ মারা গেলে যখন আত্মীয়-স্বজনরা লাশ ফেলে চলে গেছেন তখন লাশের দাফন ও সৎকার করা, এমনকি কৃষকের ধান কাটার ব্যবস্থাও করেছে পুলিশ। সরকারের দেয়া এ ইনসিগনিয়া দেশ ও জনগণের পাশে থাকতে পুলিশ সদস্যদেরকে আরও বেশী অনুপ্রেরণা যোগাবে। উল্লেখ্য, বৃত্তাকৃতির দেড় ইঞ্চি-পৌনে দুই ইঞ্চি ব্যাসের কোভিড-১৯ ইনসিগনিয়ায় ব্যবহৃত বাটসহ ছুরি দ্বারা করোনা ভাইরাসকে বিদ্ধ করা হয়েছে, যা ‘অদম্য ও কার্যকরী মোকাবেলার’ প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। ইনসিগনিয়ায় ব্যবহৃত মুষ্টিবদ্ধ হাত করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সম্মুখ যোদ্ধাদের দৃঢ় প্রত্যয়ের প্রতীক।

    বাংলাদেশ সময়: ১২:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ