খন্দকার আমির হোসেন : | মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | পড়া হয়েছে 26 বার
ক্রিমিনাল রুলস এন্ড অডার ৮৫(৩) বিধি অনুসারে নরসিংদী জেলার মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোল্যা সাইফুল আলম স্যার ২৩ মে( সোমবার) বিকাল সাড়ে ৪ টায় নরসিংদী জেলার পলাশ থানা পরিদর্শন করেন। ওনার সাথে উপস্থিত ছিলেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মাহামাদুল হাসান ও জনাব মারুফা আহমেদ। তিনি থানায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা & ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
পরিদর্শনকালে থানায় পেন্ডিং সকল প্রসেস যেমন ওয়ারেন্ট, ক্রোকী পরোয়ানা, সাক্ষীর সমন, তদন্ত প্রসেস দ্রুত তামিলের নির্দেশ প্রদান করেন।
তাছাড়াও বিভিন্ন মামলায় জব্দকৃত আলামত সমূহ যথাযথ ভাবে নিষ্পত্তি এবং থানায় আগত সকল ভূক্তভোগীদের যথাযত সহায়তা পায় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
বাংলাদেশ সময়: ৭:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel