
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১০ জুন ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মতো শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী ম্যারাথন প্রতিযোগিতা ‘নরসিংদী কিডস রান ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) ভোর ৬টায় রায়পুরার আশারামপুর মডেল হাইস্কুল থেকে গ্রামের মেঠোপথে ম্যারাথন দৌড় শুরু হয়।
রায়পুরা রানার্স কমিউনিটি এবং নরসিংদী রানার্সের যৌথ আয়োজনে ‘রান ফর এ্যাডোকেশন, রান টু সেভ চিলড্রেন’ এই স্লোগানকে সামনে রেখে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়।
১ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ২০০ জন শিশু অংশ নেন।
আয়োজক কমিটির সূত্রে জানা যায়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হতে প্রথমবারের মতো নরসিংদীতে এমন একটি ব্যতিক্রমধর্মী শুধু শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন শিশু এতে অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।
বয়স ভিত্তিক দুটো ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২ থেকে ৬ বছর বয়সী শিশু প্রতিযোগীদের মধ্যে সামিত হাসান প্রথম, আদিব সিকদার দ্বিতীয়, আমির হামজা তৃতীয় স্থান অধিকার করে।
৬ থেকে ১২ বছর বয়সী প্রতিযোগীদের মাঝে রাদিব খান প্রথম, সায়মা আক্তার দ্বিতীয়, সাদ্দাম হোসেন তৃতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
Posted ৮:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।