
খন্দকার আমির হোসেন | সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট
শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
আজ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন ও তদারকি করেন ট্যাগ অফিসার ও সমবায় কর্মকর্তা আব্দুল জলিল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তালিকাভুক্ত প্রত্যেক উপকারভোগীর হাতে যথাসময়ে ও নির্ধারিত পরিমাণে চাল তুলে দেওয়া হয়েছে।
চাল বিতরণ শেষে কর্মকর্তারা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সহায়তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।