খন্দকার আমির হোসেন, শিবপুর:
নরসিংদীর শিবপুরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করাসহ বিএনপি দলীয় নেতাকর্মীসহ জনসাধারণের পাশে রয়েছেন বিএনপি নেতা মনজুর এলাহী। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী শিবপুরের বিভিন্ন আচার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
তিনি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের পাশাপাশি অসহায় গরীব দু:খী মানুষের ছেলে মেয়েদের বিবাহ, সুন্নতে খাতনায় আর্থিক সহযোগিতাসহ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। সপ্তাহের শুক্র ও শনিবার মনজুর এলাহীকে শিবপুরের একাধিক আচার অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণিপেশার মানুষের সাথে যোগাযোগ রক্ষা করাসহ কুশল বিনিময় করছেন মনজুর এলাহী।