| বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তিদের নিয়ে একটি অরাজনৈতিক সেবামূলক সামাজিক সংগঠন ‘জাগ্রত বিবেক’ এর আত্মপ্রকাশ হয়েছে।
গতকাল ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবসের দিনে এ সংগঠনটির শুভ যাত্রা শুরু হয়। সর্বস্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ও সম্মানিত উপদেষ্টা পরিষদসহ ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটিতে যারা রয়েছেন: সংগঠনটির সভাপতি ও দৈনিক বাংলার নবকন্ঠের শিবপুর উপজেলা প্রতিনিধি খন্দকার আমির হোসেন, সহ-সভাপতি মো. আসলাম খাঁন, সাধারণ সম্পাদক কায়কোবাদ হোসেন ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক খন্দকার মোয়াদ্দেছ হোসেন লিখন, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ মৃধা, কোষাধ্যক্ষ মো. খলিলুর রহমান ভূইয়া টিপু, আইন ও প্রচার সম্পাদক খন্দকার আলী হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মান্নান ভূইয়া, দপ্তর সম্পাদক খন্দকার শাবুল মিঞা, নির্বাহী সদস্য খন্দকার বাবুল মিঞা, মো. আসাদুজ্জামান ভূইয়া, গোফরান ভূইয়া, সোহরাব হোসেন। উপদেষ্টা পরিষদে রয়েছেন খন্দকার মোশারফ হোসেন, মো. জয়নাল আবেদীন, খন্দকার নূরুজ্জামান (বাচ্চু), সৈয়দ শাহজাহান।
Posted ১:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।