| বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি: বুধবার শিবপুরের কামরাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ-এর উদ্যোগে দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, করোনার ২য় ঢেউ মোকাবেলায় মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। প্রাক্তন ছাত্র সংসদ, কামরাব উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেনুজীর আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাদিম সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম জজমিয়া সহ সভাপতি, প্রাক্তন ছাত্র সংসদ, মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহ সভাপতি প্রাক্তন ছাত্র সংসদ, মোঃ মোক্তার হোসেন ভূঞা, উপদেষ্টা প্রাক্তন ছাত্র সংসদ, মোঃ বেনুজীর আহম্মদ, সভাপতি প্রাক্তন ছাত্র সংসদ। অনুষ্ঠান পরিচালনা করেন নূর মোহাম্মদ তপন, সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্র সংসদ ও তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রাক্তন ছাত্র সংসদ।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।