
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর বেলাব উপজেলার ঐতিহাসিক শাহ ইরানী (রহ.) মাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করেছে উপজেলা প্রশাসন। পর্যটক ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাজার এলাকায় নজরদারি বাড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল করিম-এর উদ্যোগে সম্প্রতি মাজার চত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে একাধিক সিসি ক্যামেরা বসানো হয়। এই উদ্যোগের ফলে দর্শনার্থীদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত তদন্তে সহায়ক হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ প্রসঙ্গে ইউএনও মো. আব্দুল করিম বলেন, “শাহ ইরানী মাজারে প্রতিনিয়ত অসংখ্য ভক্ত ও দর্শনার্থী আসেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রযুক্তির সাহায্যে আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালাতে পারব।”
উল্লেখ্য, শাহ ইরানী (রহ.) ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক, যিনি ইসলাম প্রচারের লক্ষ্যে ইরান থেকে বঙ্গভূমিতে আগমন করেন। ধারণা করা হয়, তিনি ১৩শ শতাব্দীতে বেলাবের এই অঞ্চলে আসেন এবং এখানেই ইসলাম প্রচার শুরু করেন। তার অসাধারণ ধর্মজ্ঞান ও আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বহু মানুষ ইসলামের আলোয় আলোকিত হন। মৃত্যুর পর এই এলাকায় তাকে সমাহিত করা হয় এবং পরে তার স্মরণে গড়ে ওঠে শাহ ইরানী মাজার।
এই মাজার শুধুমাত্র একটি ধর্মীয় তীর্থস্থানই নয়, বরং নরসিংদীর ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। প্রতি বছর শাহ ইরানী (রহ.)’র ওরস উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এখানে। স্থানীয়রা বিশ্বাস করেন, এই মাজার থেকে আধ্যাত্মিক প্রশান্তি ও বরকত পাওয়া যায়।
বেলাব উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ। তারা মনে করছেন, নিরাপত্তা ব্যবস্থার এই আধুনিকায়ন মাজারকে আরো সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পরিণত করবে।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।