অনলাইন ডেস্ক শনিবার, ৩১ অক্টোবর ২০২০
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: শনিবার বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে সদর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ইলিশ ধরার জন্য অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১ লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অমান্যের কারণে একজনকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা পুলিশের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস হয়। জব্দকৃত মাছ গাউসিয়া এতিমখানায় দেয়া হয়েছে।
মা ইলিশ রক্ষায় নরসিংদী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ৯:৫৪ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel