
| শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: শনিবার বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে সদর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ইলিশ ধরার জন্য অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১ লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অমান্যের কারণে একজনকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা পুলিশের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস হয়। জব্দকৃত মাছ গাউসিয়া এতিমখানায় দেয়া হয়েছে।
মা ইলিশ রক্ষায় নরসিংদী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Posted ৯:৫৪ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।