মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ২য় পর্যায়ে ৫৩,৩৪০টি জমিসহ ঘর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তারই ধারাবাহিকতায় ২০শে জুন রবিবার নরসিংদীর মনোহরদী উপজেলা হলরুমে লেবুতলা ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পাঁচটি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়। জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নিবার্হী কর্মকর্তা এ এস এম কাশেম, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম,মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রবি, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন আকন্দ, চন্দনবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হিরন, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমদাদুল হক আকন্দ, খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল, মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, বীর মুক্তিযোদ্ধা জুলহাস, লেবুতলা ভূমি অফিস কর্মকর্তা আবুল কালাম আজাদ বাচ্চু প্রমুখ।