বিশেষ প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে এবং মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সার্বিক তত্ত্বাবধানে মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান মনোহরদী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নরসিংদী জেলা বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সাথে থেকে আইন শৃংখলা রক্ষায় সার্বিকভাবে সহোযোগিতা প্রদান করে।
সকলেই যেন রাস্তায় সড়ক পরিবহনের নীতিমালা ও আইন পালন করে গাড়ি ও মোটরসাইকেল ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে ও মাস্ক পরিধান করে সে বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ও জনসচেতনতা তৈরী করা হয়।
এছাড়া সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ৫টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।