কামরুল ইসলাম মনোহরদী প্রতিনিধি | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 54 বার
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলাতে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫১ তম বিজয় দিবস পালন করা হয়েছে। শ্রদ্ধা আর ভালোবাসায় উপজেলাবাসী স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাতের আত্মত্যাগের বিনিময়ে এসেছে এই বিজয়।
আজ শুক্রবার ভোরে তোপধ্বনীর মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মনোহরদী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বিরু উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম সহ সকল দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্ব সাধারণ।
পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। পরে সকাল ৯ টায় মনোহরদী সরকারি কলেজ মাঠে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান বিরু ,মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম ,মনোহরদী থানার অফিসার ইনচার্জমোঃ ফরিদ উদ্দিন । এরপরই শুরু হয় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে প্যারেড প্রদর্শন। পরে স্বাধীণতা ও মুক্তিযোদ্ধের উপর বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনে অংশ নেয় শিক্ষার্থীরা। শেষে কুচকাওয়াজ, ডিসপ্লেতে অংশ নেওয়া প্রতিযোগী বিদ্যালয়গুলোর মধ্যে বিজয়ীদের মধ্যে পুরষ্কার দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মনোহরদী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
বাংলাদেশ সময়: ৮:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel