মোঃ কামরুল ইসলাম, মনোহরদী প্রতিনিধি | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 88 বার
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
৯ডিসেম্বর শুক্রবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৫ জন জন নারী জয়িতাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন এম এস ইকবাল আহমেদ।সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা। সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাএ ছাত্রী ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ৩:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel