| বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলা সফর করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। তিনি মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলায় প্রথম সফরে এসে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করেন।
উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় সচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এস.এম কাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এছাড়াও তিনি করোনা সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনগণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেন।
জেলা প্রশাসন নরসিংদীর সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসন মনোহরদীর বাস্তবায়নে ছয় হাজার দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ টাকা) বিতরণ উদ্বোধন, প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর প্রাপ্ত ৫ জন নারীর কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফারুক খান, মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিঃ এম এস ইকবাল আহমেদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা প্রমুখ।
Posted ৩:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।