
মো. কামরুল ইসলাম | রবিবার, ০৩ জুলাই ২০২২ | পড়া হয়েছে 108 বার
নরসিংদীর মনোহরদীতে পল্লী চিকিৎসকদের নিয়ে আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করা হয়।মনোহরদী বাজার সংলগ্ন ভূঁইয়া ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিডিসি সজিব চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাগতিক বক্তব্যের মাধ্যমে সভার শুভ উদ্বোধন করেন ভূইয়া ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মো. আব্দুল খালেক ভূইয়া। নরসিংদী জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (অবঃ) পরিচালক ডা. আমীর আলী। কালের কন্ঠের মনোহরদী প্রতিনিধি ইসমাইল হোসেন খানের সন্চালনায় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক এ বি এম খালেকুজ্জামান কাঞ্চন, মনোহরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি কাওসার রেজাসহ প্রায় ৫০ জন পল্লী চিকিৎসক, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ সময়: ১:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৩ জুলাই ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel