অনলাইন ডেস্ক | রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 644 বার
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি : বাঙালি হিন্দু ধর্মীয় সর্ববৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা স্বাস্থ্যবিধি মেনে সূষ্ঠু ও সু-শৃঙ্খল ভাবে উদযাপনের লক্ষ্যে শনিবার উপজেলা প্রশাসনের অায়োজনে উপজেলা অডিটরিয়ামে প্রস্তুতি সভা ও অনুদান বিতরণ করা হয়।
উপজেলায় এবার মোট ৪৩ টি মন্ডপে পূজা উদযাপিত হবে। উপজেলা নির্বাহী অফিসার শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনোহরদী ইউআরসি ইন্সট্রাক্টর ইমরান হাসান ভূঁইয়া।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপন করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রতি বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিছু অসাধু চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাই আমাদের নেতাকর্মীরা সমন্বয়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রিয়াশীষ রায়, থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel