মোঃ কামরুল ইসলাম মনোহরদী প্রতিনিধি। | বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 68 বার
নরসিংদীর মনোহরদীতে উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম কাসেম ।এরপর মেলার স্টল পরিদর্শন করেন অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনায় ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুল ইসলাম মিলন এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ইসরাত জাহান পৌর মেয়র আমিনুর রশিদ সুজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন এম এস ইকাবাল আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
মেলায় সরকারি-বেসরকারি দপ্তর সমূহের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। উদ্ভাবনী মেলাতে স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
মেলায় ৪ টি প্যাভিলিয়নয়ে ৫৬ টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল কলেজ, মাদ্রাসাকে সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel