মোঃ কারুল ইসলাম, মনোহরদী প্রতিনিধি। | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | প্রিন্ট
করোনা ভাইরাস সংক্রমন রোধে সারা দেশের ন্যায় নরসিংদী মনোহরদীতে চলছে কঠোর লকডাউন। ০৭ দিন ব্যাপী লকডাউনের ১ম দিন বৃহস্পতিবার সকাল থেকে মনোহরদী, পৌরসভা সহ উপজেলার বিভিন্ন মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। কিছু কিছু রিকশা চলাচল করলেও বন্ধ রয়েছে অন্যান্য যানবাহন। এ দিকে লকডাউনের বিধি নিষেধ মানতে উপজেলা বিভিন্ন বাজার মনোহরদী বাজার, বাসস্ট্যান্ড, আদম বাড়ি মোড়, চালাকচর বাজার, সাগরদী বাজার, শরীফপুর বাজার, হাতিরদিয়া বাজার, দৌলতপুর বাজার সহ বিভিন্ন মোড়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলার বাহিনী। মাস্ক ব্যবহার বিধি ১৮৮ ধারায় সড়ক পরিবহন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় ৪২টি মামলায় জরিমানা আদায় করা হয় ১৬৮৫০ টাকা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম. কাসেম ও সহকারি কমিশনার ভুমি রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
Posted ৬:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।