কামরুল ইসলাম ,মনোহরদী প্রতিনিধি | শনিবার, ০৩ জুলাই ২০২১ | প্রিন্ট
করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন রোধে সারা দেশের ন্যায় নরসিংদী মনোহরদীতে চলছে কঠোর লকডাউন। ০৭ দিন ব্যাপী লকডাউনের ২য় দিন শুক্রবার সকাল থেকে মনোহরদী, পৌরসভা সহ উপজেলার বিভিন্ন বাজার ও দোকানপাট বন্ধ রয়েছে। সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম. কাসেম ও সহকারি কমিশনার ভুমি, রাজিবুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। বিনা প্রয়োজনে রাস্তায় ঘুরাফেরা ও মাক্স ব্যবহার না করাতে ২২জনকে ৭৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কোভিড-১৯ প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সরকারি নির্দেশনায় অবশ্যই যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য কিছু কিছু রিকশা চলাচল করলেও বন্ধ রয়েছে অন্যান্য যানবাহন। এ দিকে লকডাউনের বিধি নিষেধ মানতে উপজেলায় বিভিন্ন বাজার মনোহরদী বাজার, বাসস্ট্যান্ড, চালাকচর বাজার, সাগরদী বাজার, শরীফপুর বাজার, হাতিরদিয়া বাজার, দৌলতপুর বাজার সহ বিভিন্ন মোড়ে বিজিবি সহ আইন শৃঙ্খলার বাহিনী টহল দিচ্ছে ।
Posted ১:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।