অনলাইন ডেস্ক | বুধবার, ২৫ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 145 বার
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি : বুধবার নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর কঠোর নির্দেশনায় মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরাইকান্দিতে (ভূইয়াবাড়ী) অবৈধভাবে স্থাপিত মনোহরদী ডিজিটাল ব্রিকস ম্যানুফেকচারিং ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নরসিংদী পরিবেশ অধিদপ্তর।
এ সময় মনোহরদী ডিজিটাল ব্রিকস ম্যানুফেকচারিং ইটভাটার লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় পরিবেশের জন্য ক্ষতিকর মনোহরদী ডিজিটাল ব্রিকস ম্যানুফেকচারিং ইটভাটাটিকে সম্পূর্নরুপে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ (স্থাপন) আইন ২০১৩ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ৫:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel