• শিরোনাম

    নরসিংদীর বেলাব উপজেলা যুবলীগের উদ্যোগে খাবার ও গাছ বিতরণ

    অনলাইন ডেস্ক | শনিবার, ১০ জুলাই ২০২১ | পড়া হয়েছে 188 বার

    নরসিংদীর বেলাব উপজেলা যুবলীগের উদ্যোগে খাবার ও গাছ বিতরণ

    apps

     

    নিজস্ব প্রতিবেদক:

    করোনার এই মহামারিতে চলছে কঠোর লকডাউন,এই কারণে সমাজের কিছু অসহায় মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের কথা চিন্তা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে নরসিংদী জেলার বেলাব উপজেলা আওয়ামী যুবলীগ এর উদ্যোগে আজ শনিবার দুপুরে বেলাব বাজার প্রাঙ্গণে অসহায়-দুস্থদের মাঝে রান্না করা খাবার পরিবেশ বান্ধব গাছ ও মাস্ক বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রাহমান। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম উদ্দিন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ। আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের ফকরুল হাসান মিতু সাংগঠনিক সম্পাদক, এলটন কৃষ্ণ গোস্বামী প্রচার সম্পাদক, খোকন সরকার উপ-প্রচার সম্পাদক, আসিফ স্বরূপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কামাল ভূইয়া সহ-সম্পাদক,মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম সদস্য, জেলা আওয়ামী যুবলীগ ও বেলাব উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এবং যুগ্ম-আহবায়ক বৃন্দ ও উপজেলা যুবলীগের অন্যান্য নেতাকর্মীগণ। এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এড.মোস্তফা কামাল।

    বেলাব উপজেলা এলাকার প্রায় ১০০০ জন অসহায়-দুস্থ মানুষের মধ্যে খাবার ও মাস্ক বিতরণ করা হয়ছে। জেলা ও উপজেলা যুবলীগের এই অনুষ্ঠানকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় নেতারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য দোয়া কামনা করেন।

    বাংলাদেশ সময়: ১০:০৭ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ