| শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০/২১ এর আওতায় গত ০১ ফেব্রুয়ারী নরসিংদীর বেলাব উপজেলায় “মুজিববর্ষ ভলিবল প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনূর্ধ্ব-১৬ বালকদের নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ৪টি স্কুলের ৪০জন বালকদের নিয়ে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন।
সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু।
বিজয়ী এবং রানার আপ দলের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বেলাব পাইলট মডার্ণ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য ৩টি স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ এবং সহকারী শিক্ষকবৃন্দ।
ধলির পাড় উচ্চ বিদ্যালয় রানার আপ এবং নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
Posted ১১:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।