| সোমবার, ১২ অক্টোবর ২০২০ | প্রিন্ট
(নূরুদ্দীন দরজী)
একদা ছিল রাজ্য এক নরসিংহ যার রাজন্য,
নরসিংহ হতে নরসিংদী নামে আজ ধন্য।
সভ্যতার নিদর্শন বেলাব ওরুপে বেলাবর,
যেখানে আছে প্রাচীন কীর্তি ওয়ারী বটেশ্বর।
তাঁতশিল্পের ঐতিহ্যে ম্যানচেষ্টার বাবুরহাট,
বাংলাসহ বিশ্ববাজারে যে শিল্পের হাট।
বিল ঝিল ফসল মাঠ দৃষ্টি মেলি বহু দূর,
শব্দ ছন্দে কলকারখানা আনে জীবনের সুর।
শহীদ আসাদ সৌমেন চন্দ্র কমরেড আঃ হাই,
দেশের জন্য সতীশ পাকরাশীর ত্যাগ ভুলি নাই।
গর্বে বীরশ্রেষ্ঠ মতিউর ও কবি শামসুর রাহমান,
গিরিশ চন্দ্র, মান্নান ভূঁইয়া এ মাটির সন্তান।
মেঘনা ব্রম্মপুত্র আড়িয়লখাঁ হাড়িধোয়া নদী,
কলাগাছিয়া পাহাড়িয়াতে মিতালী জন্মাবধি।
মেঘনা হতে সাদা কালো মেঘ উড়ে আকাশে,
সকল উপজেলায় বৃষ্টি নামায় আপন পরশে।
নীলকুঠী সোনাইমুড়ী মনোহরদী ও পলাশ,
এখানে ড্রিমহলিডে- করে সারা বাংলা তালাশ।
জন্ম নিয়ে ধন্য আমি এই নরসিংদীর বুকে,
প্রভু তব কৃপায় রেখ জেলার সব মানুষকে সূখে।
Posted ১:০২ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।