• শিরোনাম

    নরসিংদীর প্রাণতোষ আর্ট স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    অনলাইন ডেস্ক | রবিবার, ১১ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 503 বার

    নরসিংদীর প্রাণতোষ আর্ট স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    apps

    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রাণতোষ আর্ট স্কুলের পক্ষ হতে আয়োজিত অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

    রবিবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন প্রাণতোষ আর্ট স্কুলের উপদেষ্টা বিমল দাস। স্বাগত বক্তব্য রাখেন প্রাণতোষ অার্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রাণতোষ দত্ত।
    প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান প্রজন্মকে শিল্পচর্চায় আগ্রহী করার জন্য অভিভাবকদের আহ্বান জানিয়েছেন।

    প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে ৬ জন করে মোট ১৮ জন কে পুরস্কৃত করা হয়।বিজয়ীদের মাঝে সনদপত্র ও বই বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ১১:২৯ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ